আজকের দিনে হৃদরোগ শুধুমাত্র বয়স্কদের সমস্যা নয়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, স্ট্রেস ও জীবনযাত্রার কারণে কম বয়সেই হার্টের সমস্যায় ভুগছেন অনেকে। অথচ রান্নাঘরের এক সাধারণ উপাদান—কাঁচকলা—হতে পারে হার্টের একজন নির্ভরযোগ্য প্রহরী।
কাঁচকলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রক্তনালিকে প্রশমিত রাখে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। ফলে কমে হৃদরোগের ঝুঁকি। এছাড়াও এতে আছে:
✅ অ্যান্টি-অক্সিডেন্টস: প্রদাহ কমায়
✅ ফাইবার: কোলেস্টেরল হ্রাস করে
✅ লো গ্লাইসেমিক ইনডেক্স: সুগার নিয়ন্ত্রণে রাখে
✅ ভিটামিন সি ও এ: রোগপ্রতিরোধ ক্ষমতা ও দৃষ্টিশক্তি বাড়ায়
হার্ট সুস্থ রাখে
পটাশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্টের সংমিশ্রণে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে।
ওজন কমাতে সাহায্য করে
এতে থাকা ডায়েটারি ফাইবার পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাওয়া কমে যায়।
সুগার নিয়ন্ত্রণে রাখে
কম গ্লাইসেমিক ইনডেক্স ও ফাইবারের কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী।
ইমিউন সিস্টেম শক্তিশালী করে
ভিটামিন C শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ঠান্ডা-কাশির মতো সমস্যা দূর করে।
হাড় শক্ত করে, দৃষ্টিশক্তি বাড়ায়
ভিটামিন A ও অন্যান্য খনিজ পদার্থ হাড় ও চোখের স্বাস্থ্য ভালো রাখে।
এনার্জি দেয় ও হজমে সাহায্য করে
কাঁচকলা ধীরে হজম হয়, ফলে শরীরে দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখতে সাহায্য করে।
ভাপে সেদ্ধ করে নুন-লেবু দিয়ে
সবজি বা তরকারির মতো রান্না করে
কাঁচকলা চপ বা কাটলেট করে
হালকা ভেজে মশলা দিয়ে
❗ ফাস্টফুড, অতিরিক্ত তেল-মসলা, ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন। আর প্রতিদিন কাঁচকলাকে রাখুন আপনার প্লেটের এক কোণায়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.