বৈদেশিক কূটনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি দূতাবাস ও কনস্যুলেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।
নথি অনুযায়ী, সোমালিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের কার্যক্রম কমানো হবে। পাশাপাশি অন্যান্য মিশনগুলোর আকার ছোট করার সুপারিশ করা হয়েছে।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প সরকারি দক্ষতা বিভাগের (DOGE) দায়িত্ব দেন ধনকুবের ইলন মাস্ককে। ব্যয় সাশ্রয়ের লক্ষ্যেই এই পরিবর্তনের পথে হাটছে তার প্রশাসন। এই সিদ্ধান্তে ইলন মাস্ক তাকে সহযোগিতা করছেন বলেও জানানো হয়।
তবে এই উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সায় দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
নথিতে বলা হয়েছে, ১০টি দূতাবাস ও ১৭টি কনস্যুলেট বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এগুলোর অধিকাংশই ইউরোপ ও আফ্রিকায় অবস্থিত। এছাড়া এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের একটি করে মিশনও এই তালিকায় রয়েছে।
সিএনএন যে তালিকা প্রকাশ করেছে, তাতে বলা হয়—মাল্টা, লুক্সেমবার্গ, লেসোথো, কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদান—এই দেশগুলোর দূতাবাস বন্ধ করা হবে।
এছাড়া, ফ্রান্সে পাঁচটি, জার্মানি ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় দুটি করে, এবং যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ায় একটি করে কনস্যুলেট বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
বন্ধ হওয়া দূতাবাস ও কনস্যুলেটগুলোর কার্যক্রম পার্শ্ববর্তী দেশগুলোর দূতাবাস থেকে পরিচালিত হবে বলে জানানো হয় নথিতে।
এ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টামি ব্রুচ সরাসরি কোনো মন্তব্য না করলেও জানান, হোয়াইট হাউজ ও প্রেসিডেন্টের বাজেট পরিকল্পনা অনুযায়ী কংগ্রেসে কিছু জমা দেওয়া হয়েছে, যা জনসাধারণ দেখতে পারেন। তিনি আরও বলেন, ফাঁস হওয়া নথির ভিত্তিতে আগে থেকেই কোনো মন্তব্য করা বা প্রতিবেদন প্রকাশ করা উচিত নয়।
এর আগে, গত মার্চ মাসেও সিএনএন এক প্রতিবেদনে কনস্যুলেট বন্ধের সম্ভাবনার কথা জানিয়েছিল।
সিএনএনের মতে, এসব দূতাবাস ও কনস্যুলেট শুধু ভিসা কার্যক্রম নয়, বরং বিদেশে মার্কিন নাগরিকদের সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তা ওয়াশিংটনে পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করে থাকে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.