যে কোনো মুহূর্তে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে এক ভয়াবহ সৌরঝড়—এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এই সৌরঝড়ের কারণে বিশ্বব্যাপী বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।
বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, আসন্ন সৌরঝড়টি হতে পারে অতীতের ‘মিয়াকি ইভেন্ট’-এর মতো। ইতিহাস বলছে, প্রায় এক হাজার ২৫০ বছর আগে পৃথিবীতে আঘাত হেনেছিল এমনই একটি ভয়াবহ সৌরঝড়, যেটি ‘মিয়াকি ইভেন্ট’ নামে পরিচিত। গবেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, এমন আরেকটি ঘটনা ফের ঘটার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানী ম্যাথিউ ওয়েন্স বলেন, "আরেকটি মিয়াকি ইভেন্ট পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। মহাকাশ বিজ্ঞানীদের জন্য এটি গবেষণার বিষয় হলেও, বিদ্যুৎ সরবরাহকারীদের জন্য এটি বড় ধরনের উদ্বেগের কারণ। যদি এমন ঘটনা আবার ঘটে, তাহলে সারা বিশ্বে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হতে হবে।"
তিনি আরও জানান, বড় আকারের সৌরঝড়ের পূর্বাভাস দেওয়ার সুযোগ খুবই সীমিত। মাত্র ১৮ ঘণ্টা আগেই কিছুটা আন্দাজ করা সম্ভব। এই ঝড়ের ফলে স্যাটেলাইট নষ্ট হয়ে যেতে পারে, যার প্রভাব পড়বে ইন্টারনেট, নেভিগেশন এবং বিমান চলাচলের ওপরও।
ইতিহাসের আরেকটি নজির ১৮৫৯ সালের ‘ক্যারিংটন ইভেন্ট’। ওই সময় আকাশে রঙিন অরোরার দেখা মিললেও, সারা বিশ্বের টেলিগ্রাফ ব্যবস্থা একেবারে বিকল হয়ে পড়ে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, এবার যে সৌরঝড়টি পৃথিবীতে আঘাত হানতে পারে, সেটি ক্যারিংটন ইভেন্টের চেয়েও প্রায় ১০ গুণ বেশি শক্তিশালী হতে পারে।
সূত্র: ডেইলি মেইল
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.