মানিকগঞ্জ, ১৬ এপ্রিল (জ্যেষ্ঠ প্রতিবেদক): পহেলা বৈশাখের শোভাযাত্রার জন্য মোটিফ তৈরি করা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে গড়পাড়া ঘোষের বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা চিত্রশিল্পীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, পহেলা বৈশাখের শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি তৈরির অভিযোগকে কেন্দ্র করে এই হামলা হতে পারে। তবে মানবেন্দ্র ঘোষ এ অভিযোগ সরাসরি খণ্ডন করে বলেন, "আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি, শেখ হাসিনার কোনো মুখাকৃতি বানাইনি।"
তিনি আরও বলেন, "আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে সহায়তা চাইছি।"
এ ঘটনায় স্থানীয় সদর থানার ওসি আমান উল্লাহ জানান, তদন্ত চলছে এবং দ্রুত ঘটনার রহস্য উন্মোচন করা হবে।
উল্লেখ্য, মানবেন্দ্র ঘোষের বাড়ি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির কাছাকাছি অবস্থিত।
এই ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.