ডন’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ডন থ্রি’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবিতে নায়কের বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ডন থ্রি’ নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। রণবীর সিংকে নিয়ে ছবিটির ঘোষণা হওয়ার পর থেকেই কে হবেন নায়িকা—এ নিয়ে চলছিল জল্পনা। অবশেষে সেই রহস্যের সমাধান হলো—বলিউডের সেরা অভিনেত্রীদের একজন শর্বরী ওয়াঘলা এই ছবিতে রণবীরের বিপরীতে দেখা যাবেন!
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট শর্বরীকে ‘ডন থ্রি’র প্রস্তাব দিয়েছিল, যা তিনি গ্রহণ করেছেন। শর্বরী ইতিমধ্যেই ‘মুনিয়া’ ও ‘আলফা’র মতো ব্লকবাস্টার ছবিতে তার অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির মতো একটি বিশাল প্রজেক্টে তাকে দেখা যাবে, যা নিঃসন্দেহে তার ক্যারিয়ারে নতুন মাইলস্টোন তৈরি করবে।
শর্বরী গত কয়েক বছরে ‘মহারাজ’ এবং ‘বেদা’র মতো ওটিটি হিটের মাধ্যমে নিজের অভিনয় ক্ষমতার স্বাক্ষর রেখেছেন। ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার আরেকটি বড় প্রজেক্ট ‘আলফা’, যেখানে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের সঙ্গে কাজ করেছেন।
‘ডন থ্রি’তে শর্বরীর কাস্টিং নিশ্চিত হওয়ায় ফ্যানদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। রণবীর-শর্বরীর জুটি কি বলিউডে নতুন ইতিহাস গড়বে? অপেক্ষা শুধু ২০২৫ সালের জন্য!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.