দেশের বাজারে আবারও বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা এবং খোলা তেলের দাম ১২ টাকা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি, সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যালোচনা শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
তিনি জানান,
“বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটার ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।”
এছাড়া বাজারে পাঁচ লিটারের বোতলজাত তেলের দাম ৯২২ টাকা এবং প্রতি লিটার খোলা পাম তেলের দামও ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ (১৫ এপ্রিল) থেকেই কার্যকর হবে।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান,
“স্থানীয় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে দুইটি তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে এবং আরও ৬-৭টি কোম্পানি দ্রুতই উৎপাদনে আসবে।”
এর আগে, ১৩ এপ্রিল রাতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (BVORBMA) এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিলেও সরকারের আনুষ্ঠানিক অনুমোদন না থাকায় তা কার্যকর হয়নি।
সর্বশেষ ২০২৪ সালের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল, তখন প্রতি লিটার নির্ধারিত হয়েছিল ১৭৫ টাকা।
তথ্যসূত্র: বাণিজ্য মন্ত্রণালয়, BVORBMA
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.