ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লবের পাঠানো আইনি নোটিশে অনলাইন জুয়ার সব ওয়েবসাইট, লিংক ও পেমেন্ট গেটওয়ে অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে। নোটিশে জুয়ার প্রচারে জড়িত তারকা, মোবাইল ব্যাংকিং সেবাদাতা ও তফসিলি ব্যাংকগুলোর বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মানবাধিকার সংগঠন “ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট”-এর পক্ষে এ নোটিশ ডাক, টেলিযোগাযোগ, তথ্য, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
নোটিশের প্রধান দাবিসমূহ:
বাংলাদেশে প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। শিশু-কিশোররাও স্মার্টফোনের মাধ্যমে জুয়ার প্রতি আকৃষ্ট হচ্ছে। বিদেশি কোম্পানিগুলো স্থানীয় সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে বিপুল অর্থ পাচার করছে বলে অভিযোগ রয়েছে।
নোটিশে ক্রিকেটার সাকিব আল হাসান, মডেল পিয়া জান্নাতুল, শবনম বুবলি, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও অপু বিশ্বাসসহ বেশ কয়েকজন তারকাকে জুয়ার বিজ্ঞাপনে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
১৮৬৭ সালের জুয়া নিষিদ্ধকরণ আইন, দণ্ডবিধির ২৯৪ ধারা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর উদ্ধৃতি দিয়ে নোটিশে জুয়াকে সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে।দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.