চলতি হজ মৌসুমে সৌদি আরবে ১৩৫৮ জন হজযাত্রীর থাকা-খাওয়ার ব্যবস্থা এখনো চূড়ান্ত করা যায়নি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে জানা গেছে, মক্কায় ২০টি লিড এজেন্সির অধীনে থাকা ১২৬৫ জন এবং মদিনায় ৯৩ জন হজযাত্রীর জন্য বাড়িভাড়া সম্পন্ন হয়নি। অর্থাৎ, এসব যাত্রীর হজ কার্যক্রম এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, বাড়িভাড়ার চূড়ান্ত সময়সীমা ছিল গত ৩ এপ্রিল। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় এখন তাসরিয়া ভিত্তিক হোটেল ভাড়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। যদিও এখনও তাসনিফ ভিত্তিক হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে, তবে সেটিও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গেছে। এই অবস্থায় হজযাত্রীদের মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা না হলে তাদের হজে অংশগ্রহণ নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় থেকে আজ (সোমবার) রাত ৮টার মধ্যে বাড়িভাড়ার কাজ শেষ করতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ওই এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হজ ব্যবস্থাপনার এই গাফিলতি শুধু ব্যক্তি নয়, বরং রাষ্ট্রীয় ভাবমূর্তির জন্যও হুমকিস্বরূপ। প্রতিবছর সরকার নানা পদক্ষেপ নেওয়ার পরও এমন সংকট বারবার দেখা দেয়, যা দূর করা জরুরি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.