বিশ্ববাজারে স্বর্ণের দামে সামান্য পতন ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) আউন্সপ্রতি স্বর্ণের দাম ০.৪ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩,২২২.৪৯ ডলারে, যা আগের দিনের সর্বোচ্চ রেকর্ড ৩,২৪৫.৪২ ডলার থেকে কিছুটা কম। — খবর রয়টার্স।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা স্বর্ণের বাজারে উচ্চমূল্য ধরে রাখার মূল কারণ। যদিও সামান্য পতন ঘটেছে, তবুও স্বর্ণের দাম এখনো আউন্সপ্রতি ৩,২০০ ডলারের ওপরে রয়েছে।
এছাড়া, ইউএস গোল্ড ফিউচারসের দামও ০.২ শতাংশ কমে এখন ৩,২৩৮.৫০ ডলার/আউন্স।
বিশ্লেষকরা বলছেন, স্বর্ণ ঐতিহ্যগতভাবে একধরনের নিরাপদ সম্পদ, যা অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার সময় বিনিয়োগকারীদের আকৃষ্ট করে। ফলে বাজারে অস্থিরতা থাকলে সাধারণত স্বর্ণের দাম বাড়ে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.