ইসরাইলের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। অভিযানে ড্রোন, হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি বাহিনী।
সোমবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরাইলি দখলকৃত ভূখণ্ডে একযোগে এই হামলা চালানো হয়। এতে কয়েকটি সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
তিনি জানান, প্রথম হামলায় ব্যবহৃত হয় একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার নাম ‘প্যালেস্টাইন-২’। এটি ইসরাইলের আশদোদের পূর্বাঞ্চলে অবস্থিত একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়। দ্বিতীয় হামলায় ‘জুলফিকার’ নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিক্ষেপ করা হয়।
এছাড়া, আশকেলন শহরের একটি কৌশলগত স্থাপনায় ড্রোন হামলাও চালানো হয়েছে, যা ইয়াহিয়া সারির দাবি অনুযায়ী সফলভাবে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, “ইয়েমেনি বাহিনী উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে শত্রুর ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।”
অন্যদিকে, ইসরাইলি সংবাদমাধ্যমগুলো হামলার সময় সাইরেন বাজানো ও বিস্ফোরণের শব্দ শোনার খবর দিলেও দেশটির কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।
সূত্র: মেহের নিউজ
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.