ভিয়েতনামের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (১৩ এপ্রিল) ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফরের সূচনা করেন তিনি। সফরের শুরুতেই তিনি এই আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন চীন যুক্তরাষ্ট্রের ১৪৫ শতাংশ শুল্কের মুখে পড়েছে। অপরদিকে, ভিয়েতনামের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৪৬ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং এই শুল্ক হ্রাস নিয়ে বর্তমানে আলোচনা চলছে।
হ্যানয়ে পৌঁছানোর আগে, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘নান্দান’-এ প্রকাশিত এক নিবন্ধে শি জিনপিং বলেন, “উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলে উভয় দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা উচিত।” তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সবুজ অর্থনীতির খাতে হ্যানয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প ও সমাবেশ কেন্দ্র। দেশটির বেশিরভাগ আমদানি হয় চীন থেকে এবং প্রধান রপ্তানি গন্তব্য হচ্ছে যুক্তরাষ্ট্র। ইলেকট্রনিক্স, জুতা ও পোশাক সরবরাহে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার ভিয়েতনাম।
ভিয়েতনাম সফর শেষে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার এবং কম্বোডিয়ার রাজা নরোদম সিহামোনির আমন্ত্রণে ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.