বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, সদ্যসমাপ্ত বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকটি প্রস্তাব পাইপলাইনে রয়েছে।
রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
চৌধুরী আশিক মাহমুদ বলেন, চার দিনব্যাপী সম্মেলনে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা, আর অংশীদার প্রতিষ্ঠানগুলোর ব্যয় প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। সব মিলিয়ে সম্মেলনের মোট খরচ দাঁড়ায় ৫ কোটি টাকার মতো।
তিনি আরও জানান, বিনিয়োগ সম্মেলন থেকেই বিনিয়োগের সব ঘোষণা এসেছে—এমনটা নয়। অনেক আলোচনার ভিত্তিতেই এসব সিদ্ধান্ত এসেছে। তাই সম্মেলনের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ মূল্যায়ন করা যাবে না। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা।
এ সময় তিনি জানান, ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে এবং ১০টি অর্থনৈতিক অঞ্চলের স্থাপন প্রক্রিয়া বাতিল করা হয়েছে।
বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণের কথা উল্লেখ করে বিডার চেয়ারম্যান বলেন, এবারের সম্মেলনে ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি প্রতিনিধি অংশ নিয়েছেন, যা মোট অংশগ্রহণকারীর ৫৮ শতাংশ। তাদের অনেকেই বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এবং মানুষের সহনশীলতা দেখে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.