স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, চীন সরকার রংপুরে একটি এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে, দেশটি এই হাসপাতালটিকে একটি উপহার হিসেবে বাংলাদেশকে দিচ্ছে।
রোববার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, চীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ‘রিহ্যাবিলিটেশন সেন্টার উইথ রোবোটিক ফিজিওথেরাপি সাপোর্ট ফ্যাসিলিটি’ স্থাপন করছে। এ কেন্দ্রটি দেশের ফিজিওথেরাপি চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, এই রোবোটিক ফিজিওথেরাপি সরঞ্জাম বর্তমানে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে এবং শিগগিরই তা বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে এটি জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ব্যবহৃত হবে। পরবর্তীতে যাদের প্রয়োজন হবে, তারাও এই সেবার আওতায় আসবেন। এতে দেশে পুনর্বাসন চিকিৎসা ও ফিজিওথেরাপি ব্যবস্থায় আধুনিকতা আসবে এবং রোগীরা আন্তর্জাতিক মানের সেবা পাবেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.