প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহে সাম্প্রতিক সময়ে বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে।
রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “রিজার্ভ বর্তমানে সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পাওয়ার জন্য নিট রিজার্ভ একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, এবং আমরা আশা করছি জুনের মধ্যে সেই শর্ত পূরণ করতে পারব।”
তিনি আরও জানান, আইএমএফের শর্ত অনুযায়ী জুন মাস নাগাদ নিট রিজার্ভ (Net Reserve বা এনআর) হতে হবে ১৭ বিলিয়নের কিছু বেশি। বর্তমানে বাংলাদেশের নিট রিজার্ভ রয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের হিসাব পদ্ধতি ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল সিক্স (BPM6) অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত দেশে গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং BPM6 পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ছিল ২০ দশমিক ৬০ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, নিট রিজার্ভের হিসাব করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার মাধ্যমে। আর আইএমএফের BPM6 পদ্ধতি অনুসরণ করেই বর্তমানে রিজার্ভ সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.