ভারত বর্তমানে ভোজ্যতেলের মজুতসংক্রান্ত সংকটে পড়েছে। চলতি বছরের এপ্রিলের শুরুতে দেশে উদ্ভিজ্জ তেলের মজুত কমে দাঁড়িয়েছে মাত্র ১৬ লাখ ৭০ হাজার টনে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। এটি ২০২১ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন মজুতের রেকর্ড।— খবর বিজনেস রেকর্ডারের।
সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসইএ) এ তথ্য জানিয়ে বলেছে, এই ঘাটতির প্রধান কারণ মার্চ মাসে পাম অয়েলের আমদানি হ্রাস পাওয়া।
বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিজ্জ তেল আমদানিকারক দেশ ভারত। ফলে ভবিষ্যতে দেশটিকে আমদানি বাড়াতে হতে পারে, যা আন্তর্জাতিক বাজারে— বিশেষ করে মালয়েশিয়ার পাম অয়েল ও যুক্তরাষ্ট্রের সয়াবিন তেলের দামে প্রভাব ফেলতে পারে।
এসইএর তথ্য অনুযায়ী, মার্চে পাম অয়েলের আমদানি আগের মাসের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ লাখ ২৪ হাজার টনে। তবে এটি এখনো গড় আমদানির তুলনায় অনেক কম। গত বিপণন বর্ষে (যা শেষ হয় ২০২৩ সালের অক্টোবরে), ভারতের গড় পাম অয়েল আমদানি ছিল প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার টনেরও বেশি।
এদিকে, পাম অয়েলের তুলনায় সয়াবিন তেলের দাম তুলনামূলকভাবে কম থাকায় ভারতীয় ক্রেতারা সয়াবিন তেলের দিকেই বেশি ঝুঁকেছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.