ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সুমি শহরের ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার রোববার এক টেলিগ্রাম বার্তায় জানান, “এই পবিত্র পাম সানডের দিনে আমাদের শহর এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। শত্রুরা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। দুঃখজনকভাবে এতে ইতোমধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে।”
সুমি প্রদেশের গভর্নর ভলোদিমির আরতিউখ জানান, শহরের কেন্দ্রস্থলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা এই বিপর্যয়ের কারণ হয়।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেঙ্কো বলেন, স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় অন্তত ৩০ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন শিশু।
পরে এক্সে (আগের টুইটার) দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে এবং সব ধরনের জরুরি পরিষেবা কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “বিশ্বকে এই হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং যারা এই যুদ্ধ ও হত্যাকাণ্ড বন্ধ করতে চায়— তাদের এখন এগিয়ে আসা প্রয়োজন।”
জেলেনস্কি আবারও অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে। তার ভাষায়, “শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো রাশিয়ার ওপর চাপ বাড়ানো। আলোচনার সময় কখনোই ক্ষেপণাস্ত্র ও বোমা থেমে থাকে না।”
এদিকে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা এক এক্স বার্তায় জানান, রাশিয়া টানা দ্বিতীয় মাসের মতো যুক্তরাষ্ট্রের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যদিও ইউক্রেন গত ১১ মার্চ নিঃশর্তভাবে এই প্রস্তাব গ্রহণ করেছিল।
তিনি বলেন, “এর পরিবর্তে রাশিয়া তাদের সন্ত্রাস বাড়িয়ে চলেছে। আমরা আমাদের মিত্রদের কাছে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সহায়তা এবং মস্কোর ওপর আরও চাপ বৃদ্ধির আহ্বান জানাচ্ছি।”
তবে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে এই হামলা বা ইউক্রেনের অভিযোগ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.