সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে এখনও প্রাণ বাঁচিয়ে রেখেছে আল-নাসর, আর তাদের এই লড়াইয়ের প্রাণপুরুষ ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার রাতে আল-রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়ে দলকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেন এই পর্তুগিজ সুপারস্টার।
ম্যাচের প্রথমার্ধে আল-রিয়াদ এগিয়ে যায়। আব্দুল্লাহ আল-খাইবারির দূরপাল্লার শট ঠেকাতে পারলেন গোলরক্ষক বেন্টো, কিন্তু রিবাউন্ডে বল ঠুকরে নেন ফায়েজ সেলেমানি।
কিন্তু দ্বিতীয়ার্ধে রোনালদোর জাদুতে ম্যাচ উল্টে দেয় আল-নাসর। ৫৫ মিনিটে সাদিও মানের চমৎকার পাসে সহজ গোল করেন রোনালদো। এরপর ৬৪ মিনিটে মানের আরেকটি পাস থেকে বক্সের বাইরে থেকে অপরূপ ভলি শটে গোলটি করেন তিনি—যেন পুরনো দিনের রোনালদোকেই ফিরে পায় ভক্তরা!
ম্যাচের শেষ মুহূর্তে আল-রিয়াদের ডিফেন্ডার আহমেদ আসিরি লাল কার্ড দেখেন ডুরানের মাথায় আঘাত করায়। তবে ডুরান এই ম্যাচে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি।
শেষ হাসি হাসে আল-নাসর, আর রোনালদোর জোড়া গোল দলকে শিরোপার দৌড়ে টিকিয়ে রাখে। এখনও লিগ জয়ের স্বপ্ন দেখছে রোনালদো-মানের দল!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.