মুসুর ডাল কিংবা যে কোনো তরকারিতে ধনেপাতা না থাকলে যেন স্বাদই জমে না। বাঙালির রান্নাঘরে ধনেপাতার ব্যবহার প্রায় অপরিহার্য। শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, ধনেপাতা পুষ্টিগুণেও ভরপুর। ধনেপাতা বাটা, চাটনি কিংবা ডিটক্স পানীয়—সব জায়গাতেই এর দারুণ উপস্থিতি রয়েছে।
কিন্তু আপনি কি জানেন, চুলের যত্নেও ধনেপাতা হতে পারে এক অসাধারণ প্রাকৃতিক উপাদান? বাজারে পাওয়া দামি শ্যাম্পু বা চুলের প্রসাধনীর চেয়েও কার্যকরী হতে পারে সহজলভ্য এই পাতাটি। ধনেপাতায় আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ফাইবার এবং ভিটামিন কে। এছাড়াও এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুলের গোড়ায় পুষ্টি জোগায়, খুশকি ও ব্রণের মতো সমস্যা কমায় এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে।
চলুন জেনে নিই ধনেপাতা ব্যবহার করে কীভাবে চুলের ঘনত্ব বাড়ানো যায়—৩টি কার্যকর পদ্ধতিতে:
এক মুঠো ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিন এবং বেটে পেস্ট তৈরি করুন। এই বাটা ধীরে ধীরে মাথার ত্বকে ও চুলে মালিশ করুন। ৩০ মিনিট অপেক্ষা করে হালকা ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে খুশকি দূর হবে, চুল পড়া কমবে এবং চুল ঘনও হবে।
একটি পাত্রে নারকেল তেল হালকা গরম করে তাতে আধ কাপ ধনেপাতা কুচি দিয়ে দিন। ঠান্ডা হলে তেলটি কাচের বোতলে ভরে রাখুন। ২-৩ দিন পর থেকে এই তেল ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে নিয়ে মাথার ত্বকে মালিশ করুন। চাইলে সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলতে পারেন। সপ্তাহে তিনদিন ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হবে।
ধনেপাতা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিন। এই গুঁড়ো দই, মধু বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। সপ্তাহে দুইবার প্যাকটি মাথায় লাগিয়ে ২০–৩০ মিনিট রেখে দিন, তারপর ভালো করে ধুয়ে ফেলুন। এই প্যাক রুক্ষ চুলকে করবে নরম ও মসৃণ, আর চুলের গোড়াও হবে শক্ত।
প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নিতে চাইলে ধনেপাতা হতে পারে দারুণ এক সমাধান। সহজলভ্য এই উপাদানটি নিয়মিত ব্যবহারে আপনি পেতে পারেন ঘন, মজবুত এবং সুস্থ সুন্দর চুল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.