ভারতীয় ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি এবার নিজের ব্র্যান্ড গড়ার পথে আরও বড় এক পদক্ষেপ নিয়েছেন। জার্মান স্পোর্টসওয়্যার প্রতিষ্ঠান পুমার সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন তিনি। নতুন করে আর চুক্তি করছেন না এই ব্যাটসম্যান। কারণ, এবার তিনি মনোযোগ দিচ্ছেন নিজের ব্যক্তিগত লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান৮’-কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পুমা কোহলিকে আট বছরের জন্য প্রায় ৩০০ কোটি টাকার একটি বিশাল প্রস্তাব দিয়েছিল। কিন্তু কোহলি তা ফিরিয়ে দিয়েছেন, যা অনেকের কাছেই চমকপ্রদ।
উল্লেখ্য, ২০১৭ সালে কোহলি প্রথমবার পুমার সঙ্গে যুক্ত হন। সেই সময় তিনি আট বছরের জন্য ১১০ কোটি টাকার চুক্তি করেন, যা ছিল ভারতের ক্রীড়াক্ষেত্রে অন্যতম বড় ব্র্যান্ড চুক্তি।
কিন্তু এবার কোহলি ভিন্ন পথে হাঁটছেন। তিনি যুক্ত হচ্ছেন নতুন একটি স্পোর্টসওয়্যার কোম্পানি ‘অ্যাগিলিটাস’-এর সঙ্গে, যার প্রতিষ্ঠাতা পুমা ইন্ডিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি। কোহলির লক্ষ্য এখন ‘ওয়ান৮’ ব্র্যান্ডকে আরও বড় পরিসরে গড়ে তোলা এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করা।
পুমা এক বিবৃতিতে কোহলির বিদায়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে:
“পুমা বিরাটকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। আমাদের দীর্ঘ সময়ের অসাধারণ প্রচারণা ও প্রোডাক্ট কোলাবোরেশনের জন্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতেও নতুন প্রজন্মের খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ করব এবং ভারতের স্পোর্টস ইকোসিস্টেম গড়ার কাজ চালিয়ে যাব।”
এদিকে, আইপিএল ২০২৫ আসরেও কোহলি রয়েছেন তার পুরোনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-তে। নতুন অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বে আরসিবি প্রথম পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে। কোহলিও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে করেন হাফ সেঞ্চুরি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে জয় এনে দেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.