ইসরায়েলি সেনাবাহিনী গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করার অভিযোগে প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে। দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।
সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর (আইএএফ) শতাধিক রিজার্ভ সদস্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে গাজায় চলমান যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। চিঠিতে তারা অভিযোগ করেন, এই যুদ্ধ "নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে।"
তারা আরও দাবি করেন, "কূটনৈতিক সমাধানের মাধ্যমেই জিম্মিদের মুক্ত করা সম্ভব, যুদ্ধের মাধ্যমে নয়।" চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎস, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি-র মতো উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও রয়েছেন।
ইসরায়েলি সেনাপ্রধান এই চিঠিকে "গুরুতর অপরাধ" আখ্যায়িত করে বলেন, "যারা এমন বিবৃতি দিয়েছেন, তারা আর সেনাবাহিনীতে ফেরার যোগ্য নন।" প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও চিঠিটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি "যুদ্ধের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মাত্র।"
সেনাবাহিনীর তথ্যমতে, চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে প্রায় ১০ শতাংশ বর্তমানে সক্রিয় রিজার্ভ ডিউটিতে রয়েছেন, বাকিরা অবসরপ্রাপ্ত বা সাবেক সেনাসদস্য।
এই ঘটনায় ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে সরকার ও সেনাবাহিনী যুদ্ধের পক্ষে কঠোর অবস্থান বজায় রেখেছে, অন্যদিকে কিছু সেনাসদস্য ও সাবেক কর্মকর্তারা কূটনৈতিক সমাধানের পথে এগোনোর দাবি জানাচ্ছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.