ভারতের সঙ্গে বিদ্যমান ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ফৌজদারি অপরাধীদের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনার আইনি প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি: তিনি দাবি করেন, দেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। হারানো অস্ত্র উদ্ধার হলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে মন্তব্য করেন।
সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভারত-বাংলাদেশ সীমান্তে 'চিকেনস নেক' এলাকাকে কেন্দ্র করে উত্তেজনার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ভারতের সঙ্গে আমাদের কোনো সংঘাতের শঙ্কা নেই। দ্বিপক্ষীয় সম্পর্ক ও সীমান্ত ব্যবস্থাপনায় স্থিতিশীলতা বজায় রয়েছে।
থানা পরিদর্শনের সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.