কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে চাপের মুখে ছিল লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি দ্বিতীয় লেগেও গোল খেয়ে আরও বিপাকে পড়ে।
তবে শেষ পর্যন্ত মেসির নেতৃত্বে ঘুরে দাঁড়ায় তারা। লস অ্যাঞ্জেলস এফসিকে ৩-১ গোলে হারিয়ে সামগ্রিকভাবে ৩-২ স্কোরে সেমিফাইনালের টিকিট পেয়েছে মায়ামি।
প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকে মায়ামির জন্য দ্বিতীয় লেগ জরুরি ছিল। কিন্তু ম্যাচের ৯ মিনিটেই লস অ্যাঞ্জেলসের অ্যারন লং গোল করে দলকে এগিয়ে নেন। এতে সামগ্রিক স্কোর দাঁড়ায় ২-০, যা মায়ামির জন্য মারাত্মক চাপ তৈরি করে।
৩৫ মিনিটে লিওনেল মেসি এক অসাধারণ গোল করে ম্যাচে ফেরান মায়ামিকে। তার এই গোলে দল আবারও আশার আলো দেখে।
৬১ মিনিটে নোয়া অ্যালেনের একটি চিপ বল ফেডেরিকো রেডোনদোর দিকে যায়। লস অ্যাঞ্জেলসের গোলরক্ষক লরিস ভেবেছিলেন রেডোনদো বলটি নেবেন, কিন্তু বলটি তার হাত ছাড়িয়ে সরাসরি গোলে পরিণত হয়। এতে মায়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
৮৪ মিনিটে হ্যান্ডবলের জন্য ভিএআর রিভিউয়ের পর মায়ামি পেনাল্টি পায়। মেসি ঠান্ডা মাথায় সেটি গোলে পরিণত করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন।
ইন্টার মায়ামি এখন কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। তাদের পরবর্তী প্রতিপক্ষ হবে মেক্সিকোর মন্টেরি বা সিনালোয়া।
মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি টুর্নামেন্টে আরও কতদূর এগোতে পারে, তা এখনই দেখার অপেক্ষায় ভক্তরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.