এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।
পরিদর্শনকালে শিক্ষা উপদেষ্টা প্রশ্নপত্র ফাঁসের গুজব সম্পর্কে সতর্ক থাকার কথা উল্লেখ করে বলেন, "প্রশ্নফাঁসের কোনো গুজবে কান দেবেন না শিক্ষার্থীরা। পরীক্ষায় নিজেদের মেধার যথাযথ প্রমাণ দিন।"
উল্লেখ্য, আজ সকাল ১০টায় সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষার সূচনা হয়, যা আগামী ১৩ মে পর্যন্ত চলবে। তত্ত্বীয় পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। সারাদেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন ও সময়মতো ফল প্রকাশের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.