দেশব্যাপী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা দুপুর ১টা পর্যন্ত চলবে।
এবারের এসএসসি লিখিত পরীক্ষা ১৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সরকার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সারাদেশে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ২০ লাখ ২৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি, পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে অপ্রয়োজনীয় ভিড় এড়াতে অনুরোধ জানিয়েছে। এবারের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব বিভাগকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.