ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের সামরিক আক্রমণ ও বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে আজ বৃহস্পতিবার র্যালি ও সমাবেশের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় বিকেল ৪টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য মহানগরীতেও একই কর্মসূচি পালন করা হবে।
বিজ্ঞপ্তিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণকে এই প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গত কয়েক মাস ধরে ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা ও রাফা অঞ্চলে হাজারো বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও প্রতিবাদ জানাচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.