দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের দায়ের করা আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট ট্রাস্টের অর্থ অন্যত্র স্থানান্তর বা অপব্যবহারের চেষ্টা করছেন। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে অ্যাকাউন্টটি অবরুদ্ধ করা জরুরি।
আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দেন। বিষয়টির আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.