অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার সুযোগ সহজলভ্য করতে বাধা ও অতিরিক্ত খরচ কমানো হয়েছে। তিনি বিদেশিদের বাংলাদেশে তাদের নিজ দেশের মতোই স্বাচ্ছন্দ্যে বিনিয়োগের আহ্বান জানান।
আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত 'বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫'-এ প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো অসাধারণ সব ধারণা রয়েছে।
তিনি বলেন, "বাংলাদেশে ব্যবসার বিশাল সম্ভাবনা রয়েছে, যা কেবল এ দেশের জন্যই নয়, গোটা বিশ্বের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ক্ষুদ্রঋণের উদাহরণ টেনে তিনি বলেন, এটি একসময় বাংলাদেশের একটি ছোট গ্রাম থেকে শুরু হয়ে আজ আমেরিকার মতো উন্নত দেশেও বৃহৎ ব্যবসায় পরিণত হয়েছে।"
তরুণদের উদ্দেশে ড. ইউনূস বলেন, "তরুণ প্রজন্মকে চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।" বক্তব্যের এক পর্যায়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছুক্ষণের জন্য তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে।
অনুষ্ঠানে বিনিয়োগে অবদান রাখার জন্য চারটি বিভাগে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের পুরস্কৃত করা হয়। দেশি বিনিয়োগকারী ক্যাটাগরিতে পুরস্কার পায় ওয়ালটন, বিদেশি বিনিয়োগকারী ক্যাটাগরিতে বিকাশ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিকসকে সম্মাননা দেওয়া হয়। বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাং-কে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.