বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অভিনেত্রী শমী কায়সারসহ ১০ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
আজ বুধবার (০৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।
আমির হোসেন আমু (আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য),সালমান এফ রহমান (প্রধানমন্ত্রীর উপদেষ্টা), ডা. দীপু মনি (সাবেক মন্ত্রী) ,শমী কায়সার (অভিনেত্রী) ,রাশেদ খান মেনন (ওয়ার্কাস পার্টি সভাপতি) ,হাজী সেলিম (সাবেক সংসদ সদস্য) ,সাদেক খান, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, শহীদুল হক (সাবেক আইজিপি), চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ।
আজ সকাল ৯টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাদের উপস্থিত করা হয়।
পরবর্তীতে পুলিশ তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেফতার দেখানোর অনুমতি দেন।
যাত্রাবাড়ী থানার মামলা: সাজেদুর রহমান ওমর হত্যাকাণ্ডের ঘটনায় আমির হোসেন আমু, সালমান এফ রহমান, দীপু মনি, শহীদুল হক, হাজী সেলিম ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য, গত ২১ জুলাই ওমর আন্দোলনকালে গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে মারা যান।
শাহবাগ থানার মামলা: মনির হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানো হয়েছে। ভাটারা থানার মামলা: হত্যাচেষ্টার অভিযোগে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে মামলা।
মোহাম্মদপুর থানার মামলা: সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়েছে। উত্তরা পূর্ব থানার মামলা: জুবায়ের ইউসুফ হত্যাচেষ্টার ঘটনায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট আন্দোলনরত জুবায়ের গুলিবিদ্ধ হলেও পরে সুস্থ হন।
পুলিশের ডিসি প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.