বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনের প্রথম দিনে তিনি দেশ-বিদেশের বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও সুযোগ-সুবিধা তুলে ধরেন।
সম্মেলনের তৃতীয় দিনে ড. ইউনূস স্পেস-এক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক উদ্বোধন করবেন। এটি বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট সেবার নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। এ উদ্যোগের মাধ্যমে দেশে ডিজিটাল কানেক্টিভিটির গতি ও নির্ভরযোগ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
ড. ইউনূস তাঁর বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন। তিনি বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণের জন্য বিশেষ সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে বলেন, “স্থিতিশীল অর্থনীতি, তরুণ জনগোষ্ঠী এবং সরকারি সহায়তা বাংলাদেশকে বিনিয়োগের জন্য আদর্শ গন্তব্য করেছে।”
চার দিনব্যাপী এই সামিটে চীন, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ ২০টির বেশি দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। প্রথম দুই দিনেই শিল্প, জ্বালানি, অবকাঠামো ও ডিজিটাল টেকনোলজি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন তারা। এছাড়া, কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ঋণ দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।
সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য নীতিগত শিথিলতা এবং নতুন জ্বালানি নীতি প্রণয়নের ঘোষণা দিয়েছে। সম্মেলনে ড. ইউনূস বাংলাদেশে ব্যবসা স্থানান্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করে বিনিয়োগকারীদের জন্য সহজ লোন প্রক্রিয়া, ট্যাক্স ছাড় ও জমি বরাদ্দের মতো সুবিধার কথাও আলোচনা করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.