আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার সারাদেশে ১৯ লাখ ২৮ হাজারের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (৮ এপ্রিল) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে বলা হয়েছে, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে, মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষা শেষ হবে ১৫ মে এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ২২ মে পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের ১৯ মার্চের স্মারকপত্রের আলোকে মাউশি পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ও সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পরীক্ষার পরিবেশ নকলমুক্ত ও ইতিবাচক রাখতে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩,৭৪৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা বোর্ড ও একটি কারিগরি বোর্ড। কর্তৃপক্ষ আশা করছে, কঠোর তদারকির মাধ্যমে গতবারের তুলনায় এবার পরীক্ষা আরও শান্তিপূর্ণ ও নকলমুক্ত হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.