গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বহু শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এদের মধ্যে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ থাকলেও তদন্ত শেষ না হওয়ায় অনেকের বেতন-ভাতা বন্ধ ছিল। এখন শিক্ষা মন্ত্রণালয় অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব শিক্ষকের বেতন-ভাতা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গত সোমবার (০৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৪ জানুয়ারির একটি চিঠিতে বলা হয়েছিল, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকলেও আইনানুগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের বেতন-ভাতা বন্ধ করা যাবে না।
এ বিষয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের পুনর্বহাল ও ইএফটি (এলইডি ফান্ড ট্রান্সফার) তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও অনুরোধ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের ফলে অভিযুক্ত শিক্ষকদের আর্থিক অনিশ্চয়তা কিছুটা কমবে, তবে তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.