আজ (৯ এপ্রিল) থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত 'বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন'-এর কার্যক্রম সরাসরি স্টারলিংকের ইন্টারনেট সংযোগের মাধ্যমে সম্প্রচার করা হবে। এটিই দেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবার প্রথম ব্যবহার, যা ডিজিটাল সংযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
সম্মেলনের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পরিষেবার উদ্বোধন করবেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্টারলিংকের মাধ্যমে উচ্চগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা চালু হলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও আন্তর্জাতিক মানের সংযোগ পৌঁছে দেওয়া সহজ হবে।
ড. ইউনূস আজকের সেশনে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরবেন এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন করবেন। গত দুই দিনে চীন, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে অর্থ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া, বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক নীতি সহজীকরণ, লাইসেন্সিং প্রক্রিয়া দ্রুততর করা এবং জ্বালানি খাতে সুযোগ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ড. ইউনূস সম্মেলনে ব্যবসায়িক সহায়তা ও বিনিয়োগের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেবেন।
গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানের অনুমতি দেয়। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, ৯০ দিনের মধ্যে স্টারলিংক তাদের কার্যক্রম শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। বিডার নিবন্ধন সাপেক্ষেই কোম্পানিটি বাংলাদেশে অপারেট করার সুযোগ পেয়েছে।
আজকের সম্মেলনে অংশগ্রহণকারীরা স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন, যা দেশে ডিজিটাল অবকাঠামোর উন্নয়নে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.