ক্রিকেট ভক্তরা গতকালের পাঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি দেখে সত্যিই ভাগ্যবান। টি-টোয়েন্টি ক্রিকেটে দু'ইনিংসেই ২০০ রান দেখা রোজ রোজ হয় না, কিন্তু গতকাল আইপিএলের দুটি ম্যাচের চার ইনিংসেই ২০০-র ঘর ছুঁয়েছে—এক কথায় ক্রিকেটপ্রেমীদের জন্য এটি ছিল বিনোদনে ভরপুর একটি দিন।
কিন্তু পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্যের ব্যাটিং আলাদা আলোচনা দাবি করে। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে তিনি আইপিএল ইতিহাসের চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে গেছেন। তাঁর এই অবিশ্বাস্য ইনিংসে একাধিক রেকর্ড ভাঙার পাশাপাশি, দল হিসেবেও পাঞ্জাব কিংস গড়েছে নতুন ইতিহাস। এ ক্ষেত্রে শশাঙ্ক সিং এবং মার্কো ইয়ানসেনের অবদানও অসামান্য।
মুল্লানপুরের হোম গ্রাউন্ডে চেন্নাইয়ের বিপক্ষে পাঞ্জাবের সংগ্রহ ছিল ২১৯ রান। যদিও শুরুতেই তারা ধাক্কা খেয়েছিল—মাত্র ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। প্রথম পাঁচ ব্যাটসম্যানই দুই অঙ্কের স্কোরও ছুঁতে পারেননি। কিন্তু তারপরই প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং এবং মার্কো ইয়ানসেনের জোরালো পারফরম্যান্সে পাঞ্জাব পরবর্তীতে যোগ করে ১৩৬ রান। এই অসাধারণ ফাইটব্যাকের মাধ্যমে তারা গড়ে ফেলেছে আইপিএল ইতিহাসে প্রথম ইনিংসে ৫ উইকেট হারানোর পর সর্বোচ্চ রান তোলার নতুন রেকর্ড!
এই ম্যাচটি সত্যিই আইপিএলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, যেখানে একদিকে যেমন ব্যক্তিগত মাইলফলক তৈরি হয়েছে, তেমনি দলগতভাবেও রেকর্ড ভাঙার নজির স্থাপিত হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.