গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি। বাংলাদেশেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এ কর্মসূচিতে শরিক হয়েছেন।=
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে জমায়েত হচ্ছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার ও ক্যাম্পাসে সমাবেশ করে। ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড্ডায় নো ওয়ার্ক-নো ক্লাস কর্মসূচি পালন করেন। এ সময় তারা “ফিলিস্তিনের রক্ত, আমেরিকার দায়”, “গাজার শিশু হত্যা বন্ধ করো”—সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ অবিলম্বে বন্ধের দাবি জানান এবং বিশ্ব নেতাদের হস্তক্ষেপের আহ্বান জানান।
ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে। রোববার (৬ এপ্রিল) রাত থেকেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকরা নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন, আর শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন গাজা ও রাফায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। তাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থী ও শিক্ষকরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এবং যুদ্ধ বন্ধের জোরালো দাবি জানাচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.