গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান ও বেসামরিক হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল থেকে 'দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ জানান।
সময় ও স্থান: সকাল ১১টা থেকে সায়েন্সল্যাব মোড় থেকে বাটা সিগন্যাল পর্যন্ত তিনটি মিছিল অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী: বেসরকারি প্রতিষ্ঠান স্টার টেকের কর্মীরা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকরা। স্টার টেকের এক কর্মী বলেন, "গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা মানবতাকে লঙ্ঘন করেছে। শিশু, নারী ও নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের মাটি, অথচ বিশ্ব সম্প্রদায় নীরব।
বেগম বদরুন্নেসা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বলেন, "ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর বাড়াতে হবে। আমরা চাই, আন্তর্জাতিক সম্প্রদায় যেন অবিলম্বে এই নিপীড়ন বন্ধ করে।" মিছিলের কারণে সায়েন্সল্যাব এলাকায় কিছুক্ষণ যানজট তৈরি হলেও পুলিশ ও ট্রাফিক কর্মকর্তাদের তৎপরতায় পরিস্থিতি শান্ত থাকে।
'দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা' একটি বৈশ্বিক প্রচারণা, যেখানে বিশ্বব্যাপী মানুষ ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসছেন। গত কয়েক মাসে গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু।
বিক্ষোভকারীরা জাতিসংঘ, মানবাধিকার সংগঠন ও বিশ্ব নেতাদের ফিলিস্তিনিদের রক্ষায় জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.