গাজায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলাকে 'ফিলিস্তিনি নির্মূল যুদ্ধ' আখ্যা দিয়ে হামাস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে। গোষ্ঠীটির বক্তব্য, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সমর্থনেই ইসরায়েল এই হামলা চালিয়ে যেতে পারছে।
হামাসের দাবি, ইসরায়েলি বাহিনী গাজা, রাফাহ, খান ইউনুস, দেইর আল-বালাহ ও গাজা সিটির তুফফাহ এলাকায় গণহত্যা চালিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, "ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের হাতে সংঘটিত এই ভয়াবহ গণহত্যার জন্য ট্রাম্প প্রশাসন সরাসরি দায়ী।"
এছাড়া, হামাস ইউনিসেফের প্রতি ফিলিস্তিনি শিশুদের রক্ষায় জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। পাশাপাশি আরব ও মুসলিম দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই 'নির্মূল অভিযান' বন্ধে কার্যকর ভূমিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে এ পর্যন্ত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিসের দাবি, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে গণনায় ধরে প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি ব্যক্তিকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।
সূত্র: মিডলইস্ট আই, আলজাজিরা
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.