রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (৭ এপ্রিল) বিকেলে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
প্রধান বিচারপতি রংপুর শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছালে তার পরিবার তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। আবু সাঈদের পিতা মকবুল হোসেন, মাতা মনোয়ারা বেগম ও ভাই রমজান আলীসহ পরিবারের সদস্যরা প্রধান বিচারপতির কাছে তাদের ন্যায়বিচারের দাবি পেশ করেন। তারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই আবু সাঈদ হত্যার বিচার সম্পন্ন করা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
কবর জিয়ারতের সময় প্রধান বিচারপতি ফাতেহা পাঠ করেন এবং শহীদ পরিবারের সঙ্গে একান্ত আলোচনায় বসেন। তবে তিনি সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি। পরিবারের পক্ষ থেকে আবু সাঈদের বড় ভাই আহমেদ হোসেন ও রমজান আলী জানান, তারা প্রধান বিচারপতির কাছে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনো নিরপরাধ ব্যক্তিকে জড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। প্রধান বিচারপতি তাদের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
এর আগে, প্রধান বিচারপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধান বিচারপতি আবু সাঈদের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ২০২৪ সালের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় গেটের সামনে তার আত্মত্যাগের ঘটনা শোনেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আবু সাঈদ নিহত হন। তার মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.