ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে আরও পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। রোববার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।
জেলেনস্কি তার প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, আগামী রামস্টেইন-ফরম্যাট বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে অতিরিক্ত পেট্রিয়ট ব্যাটারি ও অন্যান্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে। তিনি বলেন, "ইউক্রেনের নিরাপত্তার জন্য পেট্রিয়টসহ অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজন।"
সম্প্রতি রাশিয়া কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রাশিয়ার এই হামলা ঠেকানো যাচ্ছে না। তিনি জোর দিয়ে বলেন, "রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলা থেকে জনগণকে রক্ষায় পেট্রিয়ট ব্যবস্থা জরুরি।"
এছাড়া, জেলেনস্কি রাশিয়ার কৃষ্ণসাগর থেকে বাড়িয়ে দেওয়া হামলার কথাও উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, রাশিয়া কূটনৈতিক আলোচনায় যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়ে সমুদ্রপথে ইউক্রেনের বন্দর ও বাণিজ্যিক জাহাজে হামলা তীব্র করেছে। তার মতে, যুদ্ধবিরতি কেবল নৌচলাচল ও খাদ্য সরবরাহই নিরাপদ করবে না, বরং বৃহত্তর শান্তিও আনবে।
ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার ওপরও জোর দিয়েছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.