বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে দেশের রপ্তানি খাতে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে আজ সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন,
“মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি জরুরি সভা আহ্বান করেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।”
এর আগে ব্যাংককে বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের সময় ড. ইউনূস বলেন,
“আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য, তাই আমরা ইতিবাচকভাবে আলোচনায় যাব। আমি নিশ্চিত, আমরা একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারব।”
প্রেস সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দিয়ে সরকার ইতিমধ্যে আলোচনার প্রস্তুতি শুরু করেছে।
ড. ইউনূস বলেন,
“এখনো বিষয়টি প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। তবে আমরা আশাবাদী, যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। আমরা এমন একটি সমাধানের দিকে এগোতে চাই, যাতে উভয় পক্ষই লাভবান হয়—একটি উইন-উইন পরিস্থিতি তৈরি হয়।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.