যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি কড়া অবস্থান নিতে শুরু করেছে। ব্রাউন ইউনিভার্সিটিকে ৫১০ মিলিয়ন ডলার অনুদান স্থগিত করার পরিকল্পনার পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ফেডারেল অর্থায়নের জন্য কিছু শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্সের বরাতে এই তথ্য জানা গেছে।
এই পদক্ষেপের পেছনে ট্রাম্প প্রশাসনের যুক্তি— বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যান্টি-সেমিটিজম মোকাবিলা করা। তবে সমালোচকরা বলছেন, এটি মূলত ফিলিস্তিনপন্থি আন্দোলনকে দমন করার একটি রাজনৈতিক কৌশল। মানবাধিকার ও একাডেমিক স্বাধীনতা বিষয়ক বিশ্লেষকেরা একে বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পাঠানো সরকারি চিঠিতে উল্লেখ রয়েছে:
মাস্ক পরা নিষিদ্ধ করতে হবে (প্রতিবাদকারীদের পরিচয় গোপনের সুযোগ বন্ধ করতে)
বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (DEI) প্রোগ্রাম বাতিল করতে হবে
সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে
অ্যান্টি-সেমিটিক আচরণ ও প্রোগ্রাম পর্যালোচনা করে দায়ী শিক্ষার্থী ও বিভাগকে ব্যবস্থা নিতে হবে
বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, তারা ইতোমধ্যে হার্ভার্ড আন্ডারগ্র্যাজুয়েট প্যালেস্টাইন সলিডারিটি কমিটির ওপর জুলাই পর্যন্ত পাবলিক ইভেন্ট নিষেধাজ্ঞা আরোপ করেছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়: ৯ বিলিয়ন ডলারের ফেডারেল চুক্তি ও অনুদান পর্যালোচনার আওতায়
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়: একাধিক গবেষণা অনুদান স্থগিত
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়: ৪০০ মিলিয়ন ডলার অনুদান বাতিল, পরবর্তীতে আলোচনার সুযোগে পরিবর্তন আন
হার্ভার্ডের মধ্যপ্রাচ্য গবেষণা কেন্দ্রের পরিচালক সেমাল কাফাদার ও সহযোগী পরিচালক রোজি বিষীর পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজার চলমান যুদ্ধের মধ্যে ইসলামবিদ্বেষ এবং আরববিদ্বেষ বেড়েছে, অথচ ট্রাম্প প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
ট্রাম্প নিজেই প্রতিবাদকারীদের “হামাস সমর্থক ও বিদেশি নীতির হুমকি” বলে আখ্যায়িত করেছেন। প্রতিবাদকারীরা বলছেন, ইসরাইলের সমালোচনা ও ফিলিস্তিনি অধিকারের পক্ষে অবস্থান নেওয়াকে অ্যান্টি-সেমিটিজম হিসেবে ভুলভাবে চিহ্নিত করা হচ্ছে।
এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হচ্ছে, ২০২৪ নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন আবারও উচ্চশিক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা ও মধ্যপ্রাচ্য নীতিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে। এই সিদ্ধান্তগুলো শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বজুড়ে শিক্ষানীতি ও মানবাধিকারের ভবিষ্যত দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলতে পারে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.