গতকাল শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এক সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের চূড়ান্ত মুহূর্তে সেট ব্যাটসম্যান তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করে ব্যাটিংয়ে নামানো হয় মিচেল স্যান্টনারকে। কিন্তু কৌশলগত এই সিদ্ধান্তও কাজে আসেনি—শেষপর্যন্ত লক্ষ্ণৌর কাছে ৪ উইকেটে হেরে যায় মুম্বাই।
ম্যাচের শেষ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ৭ বলে ২৪ রান। কিন্তু তিলক স্লগ ওভারে রান তৈরিতে ব্যর্থ হচ্ছিলেন। এ অবস্থায় কোচ মাহেলা জয়াবর্ধনে তাকে রিটায়ার্ড আউট করে অলরাউন্ডার স্যান্টনারকে পাঠানোর সিদ্ধান্ত নেন। ম্যাচ শেষে জয়াবর্ধনে বলেন, "তিলক মারতে পারছিলেন না, তাই নতুন ব্যাটার আনাটাই কৌশলগতভাবে সঠিক মনে হয়েছিল।"
২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে কলম্বো টেস্টে ১৫০ রান করে জয়াবর্ধনে নিজেই রিটায়ার্ড আউট হয়েছিলেন। ওই ম্যাচে মার্ভান আতাপত্তুকেও ২০০ রানের পর ক্রিজ থেকে তুলে নেওয়া হয়েছিল। এখন কোচ হিসেবে তিনি একই কৌশল প্রয়োগ করলেও, ফল পেলেন না।
লক্ষ্ণৌ ২১৪ রানের টার্গেট দিলে মুম্বাই ১৯০ রানে থামে। তিলক ৩২ বলে ৩২ রান করলেও স্ট্রাইক রেট (১০০) চাপের মুখে ফেলে দিয়েছিল মুম্বাইকে। স্যান্টনার এলেও ৪ বলে মাত্র ৫ রান করে ম্যাচ হার নিশ্চিত করেন। এবার প্রশ্ন উঠছে—কোচিং সিদ্ধান্ত নাকি ব্যাটারদের ফর্মই দায়ী?
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.