বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় চীনও পাল্টা পদক্ষেপ নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় বেইজিং যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
এই পদক্ষেপকে প্রেসিডেন্ট শি জিনপিং-এর নেতৃত্বাধীন চীনের স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে—ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে তারা পিছু হটবে না।
চীনের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে তারা এ সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে ‘লক্ষ্যভিত্তিক ও সমান’ প্রতিক্রিয়া জানানো যায়।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, ১১টি মার্কিন কোম্পানিকে ‘অনির্ভরযোগ্য সত্তা’ (Unreliable Entity) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো চীনে ব্যবসা করতে বাধাগ্রস্ত হবে কিংবা চীনা কোম্পানিগুলোর সঙ্গে লেনদেন সীমিত হবে।
পাশাপাশি, চীন সাতটি গুরুত্বপূর্ণ বিরল খনিজ উপাদান রপ্তানির ক্ষেত্রে লাইসেন্সিং ব্যবস্থা চালু করেছে। এসব খনিজ উপাদান বৈদ্যুতিক গাড়ি, স্মার্ট বোমা এবং উচ্চ প্রযুক্তির বিভিন্ন যন্ত্র তৈরিতে অপরিহার্য। উল্লেখযোগ্য যে, বিশ্বের বিরল খনিজ সরবরাহের সিংহভাগ চীন থেকেই আসে।
ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই সব আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক এবং কিছু নির্দিষ্ট দেশের জন্য ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত থেকে এই নতুন শুল্ক কার্যকর হয়েছে।
একই দিন যুক্তরাষ্ট্রও চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে। চীনের পাল্টা সিদ্ধান্ত তাই এই নতুন শুল্কের সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই বিবেচিত হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.