মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (NSA) ও সাইবার কমান্ডের পরিচালক টিমোথি হাফকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে দুজন বর্তমান এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
হাফের সঙ্গে এনএসএর ডেপুটি পরিচালক ওয়েন্ডি নোবলকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে। তবে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগে একটি পদে পুনর্নিয়োগ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হঠাৎ এই সিদ্ধান্তের কারণ এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
হাফের স্থলাভিষিক্ত হিসেবে ইউএস সাইবার কমান্ডের ডেপুটি উইলিয়াম হার্টম্যানকে অস্থায়ী এনএসএ পরিচালক এবং এনএসএর নির্বাহী পরিচালক শিলা থমাসকে অস্থায়ী ডেপুটি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতারা। সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, “একজন দক্ষ, অভিজ্ঞ এবং নিরপেক্ষ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করে প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তার প্রতি চরম অবহেলার পরিচয় দিয়েছেন।”
তিনি অভিযোগ করেন, হোয়াইট হাউস বর্তমানে “একজন বিতর্কিত ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী উপদেষ্টার পরামর্শে” জাতীয় নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত নিচ্ছে, অথচ গোপন তথ্য ফাঁসের পেছনে প্রকৃত দায়ীদের শনাক্ত বা জবাবদিহি করা হচ্ছে না।
প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তাকে সরিয়ে দিয়ে নিজের অনুগতদের নিয়োগ দেওয়ার জন্য সমালোচিত হয়েছেন।
সম্প্রতি টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক এনএসএ সদর দপ্তর পরিদর্শন করে টিমোথি হাফের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পরপরই তার অপসারণ হওয়ায় জল্পনা-কল্পনা আরও বেড়েছে।
প্রসঙ্গত, এনএসএ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা, যা বিশ্বজুড়ে ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে কাজ করে। অন্যদিকে, ইউএস সাইবার কমান্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত, যা সাইবার হামলা প্রতিরোধ এবং আক্রমণাত্মক অভিযান পরিচালনা করে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.