যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা হিসেবে ৮ লাখ ২১ হাজার ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন লন্ডনের হাইকোর্ট। বৃহস্পতিবার এক রায়ে আদালত এ নির্দেশ দেয়। খবর দ্য হিলের।
আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সটিনের (MI6) সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাম্পকে নিয়ে একটি প্রবন্ধ লেখেন।
উক্ত প্রবন্ধে দাবি করা হয়, ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ গোয়েন্দা সংস্থার সহায়তায় ট্রাম্প বিজয়ী হন। আরও উল্লেখ করা হয়, ২০১৩ সালে মস্কো সফরকালে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি’র (FSB) সঙ্গে তার সমঝোতা হয়।
স্টিলের ওই প্রতিবেদনে ট্রাম্পের ব্যক্তিগত জীবনের কিছু বিতর্কিত ও কথিত যৌন কেলেঙ্কারির বর্ণনাও উঠে আসে। ট্রাম্প সে সময় অভিযোগ করেন, প্রবন্ধে উল্লিখিত সব তথ্য “সম্পূর্ণ মিথ্যা” এবং উদ্দেশ্যপ্রণোদিত।
পরে, ২০২২ সালে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আওতায় ক্রিস্টোফার স্টিলের মালিকানাধীন কোম্পানি অরবিস বিজনেস ইন্টেলিজেন্স-এর বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প।
মামলার শুরু থেকেই লন্ডন হাইকোর্টের বিচারক ক্যারেন স্টেইন মন্তব্য করেছিলেন, মামলার অভিযোগের “তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই।” এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতেও তিনি জানান, মামলাটি ব্যর্থ হওয়ার পথে।
অবশেষে চূড়ান্ত রায়ে ট্রাম্প পরাজিত হন এবং তাকে ক্ষতিপূরণ হিসেবে ৮ লাখ ২১ হাজার ডলার পরিশোধের নির্দেশ দেয় আদালত।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.