বলিউডে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্ক জড়িয়ে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছেন রণবীর কাপুর। যদিও অনেকেই তাকে নিয়ে কটাক্ষ করে, কিন্তু এসব সমালোচনায় মোটেও কান দেন না তিনি। বরং, স্বামী এবং বাবা হিসেবে নিজেকে খুব ভালো মনে করেন রণবীর।
সম্প্রতি, কারিনা কাপুরের একটি অনুষ্ঠানে রণবীর নিজেই জানিয়েছেন, রাহা জন্ম নেওয়ার আগে কীভাবে তিনি স্ত্রী আলিয়া ভট্টের পাশে ছিলেন। তিনি বলেন, "টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলাম। সন্তান হওয়ার আগে আমি কাজ থেকে দুই-তিন মাস ছুটি নিয়েছিলাম।"
রণবীরের এই কথা শুনে কারিনা আক্ষেপ করে বলেন, “তার মানে তুমি স্বামী হিসেবে খুব ভালো। অথচ আমার স্বামী সাইফ তো দেখো, একটা রাতও আমার সঙ্গে হাসপাতালে ছিল না।”
এভাবে রণবীরের প্রশংসা করে কারিনা আরও বলেন, “সাইফ তো একদিনও আমার সঙ্গে হাসপাতালে থাকেনি, কিন্তু রণবীর অন্তত এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন।"
রণবীরের এ ধরনের কথায় তার অনুরাগীরা মুগ্ধ হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, “বিয়ের পরে সত্যিই বদলে গিয়েছে রণবীর।”
২০২২ সালের নভেম্বরে প্রথম সন্তান রাহা আসে আলিয়া ও রণবীরের জীবনে। একই বছর তারা বিয়ের পিঁড়িতে বসেন। অন্যদিকে, কারিনা ও সাইফ বর্তমানে দুই সন্তান— তৈমুর এবং জেহের মা-বাবা। ২০১৬ সালের ডিসেম্বরে তাদের প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়, এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান, জেহ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.