ভারতীয় হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে নিজের প্রথম স্বামী হিসেবে দাবি করলেন ভারতীয় বাংলা ছবির অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।
সম্প্রতি, অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ ভারতীয় বাংলা ছবির অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে সুখে সংসার করছেন। ২০২৪ সালে তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। ছেলে ধীর ও স্বামী গৌরবকে নিয়ে তার সুখের সংসার। তবে সম্প্রতি রাহুল অরুণোদয়ের পডকাস্ট শো-তে এসে, রণবীর কাপুরের প্রতি তার ভালো লাগার কথা অকপটভাবে ব্যক্ত করেছেন ঋদ্ধিমা।
এসময়, রণবীর যখন ভারতের কলকাতায় এসেছিলেন, তাকে সামনে থেকে দেখে প্রায় কেঁদেই ফেলেছিলেন ঋদ্ধিমা। তার নামকরণও হয়েছে কাপুর পরিবারের থেকে অনুপ্রাণিত হয়ে। ঋদ্ধিমা বলেছিলেন, "রণবীরের দিদির নাম ঋদ্ধিমা, সেই কারণে আমার বাবা-মাও রেখেছিলেন, ঋষি কাপুর ও নিতু কাপুর মেয়ের ওই নাম রেখেছেন বলে।"
শোতে আরও এক মজার কথা উল্লেখ করে, ঋদ্ধিমা জানান, রণবীর কাপুরকে তিনি নিজের "প্রথম স্বামী" হিসেবে বিবেচনা করেন, তবে সেই বিয়ে হয়নি। ঋদ্ধিমা হাসি-তামাশায় বলেন, “রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি।”
অভিনয় করতে এসে ঋদ্ধিমা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব করেন এবং কোর্টশিপের পর তারা বিয়ে করেন। যদিও রণবীর কাপুরের জন্য তার মন উতলা, তবে তার এবং গৌরবের বাস্তব জীবনের সম্পর্ক টলিউডে একটি আদর্শ দম্পতির রূপে পরিচিত।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.