প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তরুণদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘তারা চাকরির জন্য চেষ্টা না করে উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগী হোক।’’ তাঁর মতে, শুধুমাত্র উদ্যোক্তা হওয়ার মাধ্যমেই পৃথিবীকে টেকসই উন্নতির দিকে পরিচালিত করা সম্ভব।
বৃহস্পতিবার ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে দেওয়া এক বক্তৃতায়, ড. ইউনূস তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কী-নোট স্পিকার ছিলেন।
ড. ইউনূস তরুণদের বলেন, ‘‘এই প্রজন্ম পৃথিবীর যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম।’’ তিনি তরুণদের ছোট পরিসরে ব্যবসা শুরু করার পরামর্শ দেন এবং বলেন, ‘‘একই সময়ে বিশাল পরিবর্তন আশা করা ভুল হবে, তবে ছোট শুরু দিয়ে সঠিক পথে চলতে পারবেন।’’
তরুণদের জন্য বড় পরিসরে ব্যবসা শুরু করা নয়, বরং প্রথমে ছোট উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি তরুণদেরকে সামাজিক ব্যবসা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘‘মানুষ অন্য কারও অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি, বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে।’’
তিনি আরও বলেন, ‘‘তরুণদের উদ্যোক্তা হওয়ার ইচ্ছা এবং দক্ষতা এই পৃথিবীকে অনেক ভালো জায়গা করে তুলতে পারে।’’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.