অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড সফর করবেন।
২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানীতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন থাকবেন। এটি তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম বিদেশ সফর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা (বিমসটেক)-এর এই সম্মেলনে অংশগ্রহণের জন্য ড. ইউনূসের সফরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর আগে গত ২৬ মার্চ চীনে চার দিনের সফরে যান প্রধান উপদেষ্টা। তিনি বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) বার্ষিক সম্মেলনে যোগ দেন এবং চীনের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সফর শেষে ২৯ মার্চ তিনি দেশে ফিরেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.