ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৮৩ জন। এর ফলে এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা প্রায় ৫০,৪০০ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সারা দিনব্যাপী ইসরাইলি হামলায় গাজায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় আনাদোলু এজেন্সি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত ৫০,৩৯৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ১৮৩ জন আহত হয়েছেন এবং তাদের গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৪,৫৮৩ জনে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে ১৯ জানুয়ারি ইসরাইল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর প্রায় দুই মাস সেখানে তুলনামূলক শান্তি বজায় থাকলেও, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতবিরোধের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরাইল আবার বিমান হামলা শুরু করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে নতুন করে ইসরাইলি হামলায় ১,০৪২ ফিলিস্তিনি নিহত এবং ২,৫০০ জনের বেশি আহত হয়েছেন। এতে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি সম্পূর্ণভাবে ভেঙে যায়।
জাতিসংঘের তথ্যানুসারে, ইসরাইলি আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এর আগে, ২০২3 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার মামলা দায়ের করা হয়েছে।
গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও, ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.