মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ‘পেট্রোনাস’-এর একটি গ্যাস পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার কুয়ালালামপুরের সেলাঙ্গর ফায়ার বিভাগের কর্মকর্তারা এক বিবৃতিতে এ তথ্য জানান। স্থানীয় গণমাধ্যম বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নেভানোর চেষ্টা চলছে এবং আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে জানিয়েছেন, কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে উদ্ধার তৎপরতা চলছে। বার্নামার বরাত দিয়ে এএফপি এ খবর প্রকাশ করেছে।
এদিকে, ‘পেট্রোনাস’ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলের পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সেলাঙ্গর ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে, আগুনের ফলে আশপাশের কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, দিগন্তজুড়ে বিশাল আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে এবং কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে।
ফায়ার সার্ভিসের বিবৃতিতে জানানো হয়েছে, পুচং শহরে প্রায় ৫০০ মিটার দীর্ঘ একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পেট্রোনাস কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জ্বলন্ত পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে, যাতে আগুন আরও বিস্তার না পায়।
এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.